শনিবার, ১০ অক্টোবর, ২০২০

কালবৈশাখী



 _____"কালবৈশাখী-(শততম প্রয়াস)"_____

            মোঃশরীফুল ইসলাম শান্ত


                 আকাশে কালো মেঘ,

                  বাতাসের প্রবল বেগ,

               বৃক্ষের পাতা ডালের শব্দ,

                জেগে উঠে সকল নিস্তব্ধ।


বৈশাখের ঝড় শুরু,

দূর কোন নাম না জানা গ্রামে;

পড়ছে শিলা কৃষকের বুকে,

খবর পাই মুঠোফোনে।


          শততম কবিতা লিখে যায়,

     অখ্যাত কোন এক কবিতা প্রেমী ,

        কঠিন শব্দ পারি না লিখিতে,

         এই কালবৈশাখীর নিশিতে।


আমার কবিতা পাঠ করে,

কেউ কখনও হাসবে প্রাণ খুলে,

কেউ হয়ে যাবে নিস্তব্ধ,

কেউ কাঁদিবে ওরনার আড়ালে।


       সমলোচনা আলোচনার ভিড়ে,

             কালবৈশাখীর ঝড়ে, 

    উড়ছে পতাকা পত পত কলররে,

       সবুজ ঘাসে লালের আবরণ-

    কোন যে ধর্ষিত নারী বহন করে।


বৈশাখের ঝড় উড়ে নিয়ে যাক,

সব কুলষিত রূপ,

মানুষ মন হোক পরিষ্কার,

থাকবে না পৃথিবীতে অসুখ।

2April2020

বাঙালী মুসলিম


 ♦🌙♣♠"বাঙালী মুসলিম"♠♣🌙♦

            মোঃশরীফুল ইসলাম শান্ত

         বৈশাখের ঝড়ে রহমতের বৃষ্টি,

        ঝরছে অপার সৌন্দর্য; মুগ্ধ দৃষ্টি,

              নববর্ষের রঙিন সাজে,

        ঢেলে দিল জল ধরিত্রীর মাঝে।


              শবে মেরাজের রজনী,

             পবিত্র মুসলিমের কাছে,

      পহেলা বৈশাখ সম্রাট আকবর প্রিয়;

               জুড়ায় বাঙালীর প্রাণ।


         চাঁদ দেখে শুরু পবিত্র হিজরী সন,

             সূর্য দেখে শুরু বাঙালীর সন,

ইংরেজি সনের ব্যাপ্তিতে দুই রেখা ২০১৮ সনে-

               একই বিন্দুতে দীপ্তিমান।


                    সত্য ধর্ম ইসলাম,

              ভুল শুনি নাই ভাই আমি,

          রক্তে আমার ইসলামের বাণী,

 পহেলা বৈশাখে সৃষ্টিকর্তার নিকট নত প্রাণ।


         ইহকালের পরিচয় আমি বাঙালী,

  ইহকাল পরকালের পরিচয় আমি মুসলিম,

             দুইটিই আমার কাছে দামী,

        গর্ব করি বাঙালী মুসলিম আমি।।

14April2018

রাজনীতির মারপ্যাঁচ


 🙊🙉🙈 রাজনীতির মারপ্যাঁচ 🙈🙉🙊

           মোঃশরীফুল ইসলাম শান্ত

       যাদের জন্য করলাম আমি ত্যাগ,

 তারাই আজ বলে আমায় অন্য জায়গা দেখ,

       রাজনীতি করেছে আমায় ব্যবহার,

              শেষে এসে দিল ধিক্কার।


সবাই করে যে কাজ,

আমি করলেই দোষ,

বুঝি না আমি এ কেমন রাজনীতি ;

রাজপথের সহযোদ্ধারা শেখায় নীতি।


                 রাজনীতির মারপ্যাঁচ,

                       বুঝা খুব দায়,

                 কখন কে কেমন হবে,

                    তা বুঝাও অন্যায়।


রিক্ত আমি সিক্ত আমি,

ক্যাম্পাসের ময়দানে,

আছে আজও ভালোবাসা;

তার মূল্য কি কেউ দিবে!

29April2018

লাইলাতুল বারাআত

 

🌴🌙🌴"লাইলাতুল বারাআত"🌴🌙🌴

           মোঃশরীফুল ইসলাম শান্ত

               প্রিয় নবী মোহাম্মদ,

      তুমি মুসলিম উম্মতের সম্পদ,

              মরনে তুমি আসিও;

              কবরে তুমি থাকিও;

   হাউজে কাউছারের পানি পিলাইও;

           হাশরে শাফায়াত করিও।


লাইলাতুল বারাআতে এই আমার প্রার্থনা,

   দুই জাহানের সর্বশক্তিমান শাহেনশা।

1May2018

রহমতের প্রতিদান


 🌴🌙🌴 "রহমতের প্রতিদান" 🌴🌙🌴

            মোঃশরীফুল ইসলাম শান্ত

 রমাদানের রহমত করেছিলে আমাদের দান,

    আমরা কি দিতে পেরেছি তার প্রতিদান!

             হয়েছিল মসজিদে আযান,

       আমরা কি দিতে পেরেছি তার মান!


       তবুও তুমি মাফ করে দিও পরিত্রাণ,

               আমাদের করিও না ম্লান , 

       যেমনই পরিষ্কার হয় করিলে স্নান;

           রেখেছি রোজা করিনি পান;

             তুমি সৃষ্টিকর্তা রহিম রহমান,

            রহমত করিও আমাদের দান।

27May2018

পথশিশু



 


♣♣♣^^পথশিশু^^♣♣♣

     মোঃশরীফুল ইসলাম শান্ত


     তোদের পেয়ে আমি ধন্য,

    তোরা এক একজন অনন্য,

     কে বলেছে তোরা ছিন্নমূল,

     তোরা আমার কাছে অমূল্য।


        এক একজনের সমর্থন

    হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ,

       তোরা এক একজন রত্ন,

   তোদের অধিকার ; ন্যায্য যত্ন।


     আমি গর্বিত আমি উচ্ছ্বসিত ,

    তোরা প্রেমিক তোরা মানবিক;

       পেয়েছি তোদের মতন বন্ধু,

        তোদের শ্রম তাদের জন্য,

                তোরা অনন্য। 


        সবাই মিলে তুলি স্লোগান,

  শিশুর মুখ দেখবো না আর অম্লান,

          এক একজনের সমর্থন,

      হাজারও পথশিশুর স্বপ্ন পূরণ।

__________________________________

29May2020